আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছেন হৃত্বিক রোশনের বোন

আসছেন হৃত্বিক রোশনের বোন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৩:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আলিয়া ভাট ও সারা আলী খান বলিউডে এ সময়ের ব্যস্ততম তারকা। একের পর এক ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তারা। এবার তাদের টেক্কা দিতে আসছেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশনে। যিনি বলিউডে পা রাখার জন্য মুখিয়ে আছেন।

ভারতের নিউজ-১৮ এর প্রতিবেদন বলছে, সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক নিজেই বোন পশমিনার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এও জানান, তার বোন পশমিনা একেবারে রেডি বলিউডে আসার জন্য৷ বোনের প্রশংসা করে হৃতিক বলেন, পশমিনা ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়!

সম্প্রতি মুম্বাইয়ে বেরি জোনস অভিনয় স্কুল থেকে অভিনয় শিখেছেন ২৪ বছর বয়সী পশমিনা। তিনি বলিউডে পা রাখলে অনেককেই টেক্কা দেবেন বলে মনে করছেন নেটিজেনরা। হৃতিকের চাচা ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে হল পশমিনা৷