আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে দুই বাংলার গান ‘ভালোবাসি চলো আবারো’

আসছে দুই বাংলার গান ‘ভালোবাসি চলো আবারো’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : সম্প্রতি প্রকাশ পেতে যাচ্ছে দুই বাংলার যৌথ গান ভালোবাসি চলো আবারো। গানটিতে কন্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সন্দীপন মুখার্জী ও সন্দীপা। গানটির কথা লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার এম.এ. আলম শুভ। গানটির সুর করেছেন সন্দীপন মুখার্জী নিজেই। সংগীত আয়োজন করেছেন শুভজিৎ ধর। গানটিতে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় দুই মডেল জিৎ ও নাইচ। মিউজিক ভিডিওটির গল্প নির্মাণ করেছেন দিপাঙ্কিতা ঘোষ, ডিওপিতে ছিলেন সুজউ পানিগ্রাহী। গ্রাফিক্স ডিজাইনারে ছিলেন আরজে গৌতম। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সন্দীপন ও দিপাঙ্কিতা। গলো মাসে প্রকাশ পেয়েছিলো ‘ভালোবেসেছি তাই হেরেছি’ শিরোনামের একটি গান। যেটিতে কন্ঠ দিয়েছিলেন সন্দীপনের সাথে চাঁদমনি। ব্যাপক সাড়া পেয়েছিলো গানটি। গানটি লিখেছিলেন বাংলাদেশের গীতিকার এম.এ. আলম শুভ। গানটি নিয়ে বাংলাদেশ থেকে গীতিকার এম.এ. আলম শুভ জানান- সন্দীপনের সাথে আমার প্রথম কাজ ভালোবেসেছি তাই হেরেছি যেটি ব্যাপক সাড়া পেয়েছে দুই বাংলাতেই। তারাই ধারাবাহিকতায় নতুন কাজ করেছি ‘ভালোবাসি চলো আবারো ‘ শিরোনামের গান দিয়ে। আমার বিশ্বাস আগের গানটির মতো এটিও ভালো সাড়া পাবে। সন্দীপন জানান- আগের গানটিতে কন্ঠ দিয়েছিলো একজন প্রতিভা চাঁদমনি। বন্ধু এম.এ. আলম শুভ’র কথায় গানটির বেশ সাড়া পেয়েছি। তাই এবারেও নতুন প্রতিভা সন্দীপাকে নিয়ে নতুন গানের কাজ করেছি। ‘ভালোবাসি চলো আবারো’ শিরোনামে গানটির কথা লিখেছেন বাংলাদেশ থেকে বন্ধু এম.এ আলম শুভ, সংগীত আয়োজন করেছেন শুভজিৎ ধর। বরাবরের মতোই গানটিতে জুটি বেঁধেছেন জিৎ ও নাইচ। ডিওপি করেছে সুজয় পানিগ্রাহী ও গল্প নির্মাণ করেছে দিপাঙ্কিতা। গ্রাফিক্স ডিজাইনারে আছেন গৌতম। সবার সহযোগিতায় আশা করছি এই গানটিও ভালো সাড়া পাবে। খুব শিগ্রই গানটি সন্দীপন এন্ড পরিবারের ইউটিউব চ্যানেল থেকে।