আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে ‘প্যারা লাগে থ্রি’

আসছে ‘প্যারা লাগে থ্রি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২১ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ‘প্যারা লাগে’ খ্যাত কণ্ঠশিল্পী সুজন আহমেদ এর কন্ঠে আবারও আসছে প্যারা শিরোনামের গান। ‘পদ্মা মিউজিক’ এর ব্যানারে এবার আসছে ‘প্যারা লাগে থ্রি’। গানটির কথা লিখেছে তকবির হুসাইন। সুর করেছে সুজন আহমেদ নিজেই এবং সংগীত করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। ভিডিও পরিচালনা করেছেন বি এম সাইফুল ইসলাম। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন- আলভী মামুন ও মিথিলা আহমেদ। এমনটাই জানালেন সুজন।

বললেন, আমার লেখা এবং সুর করা ‘প্যারা লাগে’ এবং ‘প্যারা লাগে টু’ গানটি বেশ সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায়ই এবার আসছে ‘প্যারা লাগে থ্রি’। তবে প্যারা সিরিজ এর এটাই শেষ ভার্সন। গানটির কথা, সুর, মিউজিক এবং ভিডিওসহ সবকিছুই ভালো হয়েছে। আশা করছি-‘প্যারা লাগে থ্রি’ গানটি ও সবার ভালো লাগবে।