আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে সালমা ও বাউল শিমুল হাসান জুটির প্রথম গান

আসছে সালমা ও বাউল শিমুল হাসান জুটির প্রথম গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২৩ , ৬:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  এই প্রজন্মের আলোচিত লোকসংগীত শিল্পী বাউল শিমুল হাসান। একের পর এক জনপ্রিয় বাউল গেয়ে ইতিমধ্যেই দারুণ যায়গা করে নিয়েছেন ভক্ত শ্রোতাদের মনে। তবে এবার তিনি প্রথমবারের মতো একটি ডুয়েট গান গাইলেন। গানের শিরোনাম ‘গ্যারামের পোলা শহরের মাইয়া’। গানটিতে শিমুল হাসানের সাথে ডুয়েট গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত জনপ্রিয় ফোক গায়িকা সালমা আক্তার। নতুন এই ডুয়েট গানটি লিখেছেন এবং সুর করেছেন পাগল মোস্তাক। সঙ্গীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। ইতিমধ্যেই এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল আজমীর।

আসছে ২৪ শে আগস্ট বৃহস্পতিবার বাউল শিমুল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘শিমুল হাসান বাউল’ এ মুক্তি পাবে বলে জানালেন কণ্ঠশিল্পী শিমুল হাসান। তিনি বলেন, সালমা আপুর সাথে এই প্রথমবার জুটি বেধে একটি ডুয়েট গান গেয়েছি। গানের কথা, সুর এবং মিউজিক মনের মতো হয়েছে। আশাকরি গানটি আমার ভক্ত-শ্রোতাদের মন জয় করবে।