আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আসাম-মেঘালয়ে বন্যায় ৩১ জনের মৃত্যু

আসাম-মেঘালয়ে বন্যায় ৩১ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২২ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে গত দুদিনে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।  স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শনিবার (১৮ জুন) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,  আসামের ২৮ জেলায় বন্যার কবলে পড়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।   গত দুদিনে বন্যায় আসামে ১২ জন ও মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।   কর্মকর্তারা জানিয়েছেন, আসামের হোজাই জেলায় বন্যাদুর্গতদের নিয়ে আসার সময় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে, উদ্ধার করা হয়েছে ২১ জনকে।

এদিকে ত্রিপুরার রাজধানী আগরতলাতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে।   কর্মকর্তারা আরও জানান, মেঘালয়ের মাওসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনালাপ করেছেন ও সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।