আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আহমেদ সজিবের সুর-সঙ্গীতে সানি’র নতুন গান ‘প্রেমে পড়ে গেছি’

আহমেদ সজিবের সুর-সঙ্গীতে সানি’র নতুন গান ‘প্রেমে পড়ে গেছি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২০ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : আবারো নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘প্রেমে পড়ে গেছি’ শিরোনামের গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার সালাউদ্দিন সাগর। সুর এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, এটি আমার ২৩ তম মৌলিক গান। গানটির অসাধারণ সুর এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। আশা করছি; গানটি শুনে সবার ভালো লাগবে। গানটি খুব শীঘ্রই প্রকাশ হবে আহমেদ সজিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও বিভিন্ন কোম্পানির আরো ৫টি গানের কাজ চলছে। তিনি বলেন, আমি সঙ্গীত জগতে বেশি দিন নই। সবার দোয়া ভালোবাসায় এর মধ্যেই অনেকগুলো গান বাজারে আসছে। আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু করতে। এবারের পরিকল্পনাও তাই। আহমেদ সজিব বলেন, সানি ভাইয়ের এর আগেও একটি গান করেছি যে গানটি এখন মিলিয়নের পথে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি; এ গানটিও সবার ভালো লাগবে।
উল্লেখ্য-সানি আজাদের সম্প্রতি প্রকাশ হওয়া ‘আমার যেদিন মরণ হবে’ গানটি মিলিয়নের পথে। এছাড়াও, ‘দুই জীবন’, ‘আধাঁর’, ‘বেবী’ তোর কারণে মরণ আমার’সহ বেশ ক’টি গান আলোচনায় আসে।