আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আড়াইহাজারে সরকারি কর্মকর্তাসহ আরো ৫ করোনা রোগী শনাক্ত

আড়াইহাজারে সরকারি কর্মকর্তাসহ আরো ৫ করোনা রোগী শনাক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৬:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


 নারায়ণগঞ্জ (আড়াইহাজার) : আড়াইহাজার উপজেলায় আরো ৫জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা জানান, ২৩ এপ্রিল যাদের নমুনা পাঠানো হয়েছে এদের মধ্যে সোমবার রাতে ৫জনের করোনা পজিটিভ আসে। এরা হলেন, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন (৪৫), হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরে আলম মোল্লা (৫৫), পাচঁবাড়িয়া গ্রামের আয়েশা আক্তার ( ১৮), প্রভাকরদী গ্রামের সুরুজ আলী (৪৭), একই গ্রামে আব্দল হক (৭০)। এই নিয়ে আক্রান্তের সংখ্যা মোট ১৯জন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।