আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আড়াই ঘণ্টা পুড়লো রাজবাড়ী জুট মিল

আড়াই ঘণ্টা পুড়লো রাজবাড়ী জুট মিল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জেলা প্রতিনিধি : আড়াই ঘণ্টার চেষ্টায় রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়‌া ৬টার দিকে মিলে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাজবাড়ী ও ফরিদপুরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজবাড়ী জুট মিলের ব‌্যবপস্থাপনা পরিচাল কাজী দিদার আহম্মেদ জানান, আগুনে মিলের ১ নম্বর ইউনিটের মেশিন ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তার জন‌্য মোবাইল টিমসহ পুলিশ পাঠানো হয়েছে।