আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আয়েশার উদারতা

আয়েশার উদারতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনা মোকাবিলায় বিশ্ব শোবিজ তারকাদের অনেকেই নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সে সঙ্গে অনেকে স্বেচ্ছাসেবক এমনকি রোগী ও চিকিৎসকের পাশেও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। কিছুদিন আগে নিজের অফিস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর নিজের এক হোটেল চিকিৎসা সেবায় জড়িতদের জন্য ছেড়ে দেন অভিনেতা সোনো সোদ। এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। তিনি ও তার স্বামী ফারহান আজমি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে খুলে দিলেন তাদের দক্ষিণ মুম্বাইয়ের হোটেলের দরজা। এর মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন এক সময়ের ব্যস্ত এ তারকা। জানা গেছে, এই হোটেলে তৈরি হবে নতুন কোয়ারেন্টিন সেন্টার। অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার স্বামী ফারহান আজমিও একই কাজ করলেন। হোটেল হস্তান্তরের পর আয়েশা টাকিয়া জানিয়েছেন, ‘আমরা আমাদের গালফ হোটেলকে কোয়ারেন্টিন সেন্টারের জন্য দিয়েছি। সংকটের এই সময়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। আমরা আমাদের হোটেল ইতোমধ্যেই মুম্বাই পুলিশকে দিয়ে দিয়েছি। ওখানে কোয়ারেন্টিন সেন্টার হবে।’