আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ : জয়ে ফিরেছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগ : জয়ে ফিরেছে চেলসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। হারের ধাক্কা সামলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের দল।

আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। জিরুদের একটি প্রচেষ্টা রুখে দেন সফরকারী গোলরক্ষক টিম ক্রুল। ক্রিশ্চিয়ান পুলিসিকের শট লাগে ক্রসবারে। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন জিরুদ।

বাঁ দিক থেকে পুলিসিকের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। ৩৬ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে।