আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনের ১ লাখ শরণার্থী নেবে নরওয়ে

ইউক্রেনের ১ লাখ শরণার্থী নেবে নরওয়ে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২২ , ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ১ লাখ শরণার্থী নেবে নরওয়ে দুই শিশুকে নিয়ে ইউক্রেন ছাড়ছেন এক নারী রুশ আগ্রাসন শুরুর পর ২৪ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাণে বাঁচতে ইউক্রেন ছাড়া এসব শরথার্ণীদের মধ্যে ১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। শুক্রবার (১৮ মার্চ) নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে বলেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে। স্টোয়ের বলেন, আমাদের ৫৪ লাখ জনসংখ্যার দেশে যদি ধারণার চেয়ে বেশি শরণার্থী ঢোকে, তাহলে তাদের স্টেডিয়াম, গুদাম, এমনকি তাঁবুতেও থাকতে হতে পারে। এমন ঘটনা যে ঘটবেই—তা নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের অবশ্যই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হবে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এখন পর্যন্ত মোট ৩২ লাখ ৭০ হাজার ৬৬২ জন সীমান্ত দিয়ে অন্য দেশে পৌঁছেছে। তাদের মধ্যে ২০ লাখ মানুষ গেছে পোল্যান্ডে।