ইউক্রেনে এক রাতে ৬ শতাধিক সেনাকে হত্যার দাবি রাশিয়ার
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ , ৪:৫৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কে শনিবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছয় শতাধিক সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে, নববর্ষের দিনে রাশিয়ার ঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়ে যে ৮৯ সেনাকে হত্যা করেছিল তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মাকিভকাতে ইউক্রেনের সেনাদের অস্থায়ীভাবে থাকার ভবনগুলিতে হামলা চালিয়েছে। এতে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। অস্থায়ী দুটি ভবনে এক হাজার ৩০০ এর বেশি ইউক্রেনীয় সেনা ছিল।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী মস্কোর এ দাবি অস্বীকার করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বিবিসিকে বলেছেন, ‘এটি রুশ অপপ্রচারের আরেকটি অংশ।’