আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ইউজিবি’র চেয়ারম্যান বি. খন্দকারকে ধন্যবাদ জানালেন পপি

ইউজিবি’র চেয়ারম্যান বি. খন্দকারকে ধন্যবাদ জানালেন পপি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২০ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  করোনা সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে অষ্ট্রেলিয়া প্রবাসী বি. খন্দকার ও তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ‘ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ’ (ইউজিবি)। গত ১লা মে হতে ইউজিবি এখন পর্যন্ত দশ হাজার লোকের ইফতারি, দুই হাজার পরিবারকে ত্রান এবং পাঁচশত ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করেছে তরুণ ব্যবসায়ী বি. খন্দকার এর উদ্যোগে। এর আগেও বি. খন্দকার ব্যক্তি উদ্যোগে চার্টাড প্লেন ভাড়া নিয়ে ভাড়া নিয়ে প্রবাসীদের অস্ট্রেলিয়া থেকে দেশে নিয়ে আসেন ও প্রেরণ করেন। এবার ইউজিবি’র সাথে যুক্ত হলেন চিত্রনায়িকা পপি। তার ফেসবুকে ওয়ালে তিনি লিখেন-এই দুর্যোগের মুহুর্তে কিছু অসহায় মানুষের পাশে দারাতে এই সংস্থার মাধ্যমে আমি (অস্ট্রেলিয়ান সংস্থা ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশের (ইউজিবি) ‘গ্লোবাল এম্বাসাডর’। আমরা আছি দেশের ১৮ কোটি মানুষের পাশে। আসুন সকলে মিলে দেশের অসহায় এবং মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দারাই। সংস্থাটির ফাউন্ডার এবং চেয়ারম্যান বি খন্দকারকে ধন্যবাদ। শুভ জন্মদিন।