আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ইউজিবি’র জন্য প্রায় ২ কোটি টাকা মূল্যের প্রিয় গাড়ি বিক্রি করে দিয়েছেন বি. খন্দকার

ইউজিবি’র জন্য প্রায় ২ কোটি টাকা মূল্যের প্রিয় গাড়ি বিক্রি করে দিয়েছেন বি. খন্দকার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২০ , ৪:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  করোনা সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে অষ্ট্রেলিয়া প্রবাসী বি. খন্দকার ও তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ‘ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ’ (ইউজিবি)। গত ১লা মে হতে ইউজিবি এখন পর্যন্ত দশ হাজার লোকের ইফতারি, দুই হাজার পরিবারকে ত্রান এবং পাঁচশত ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করেছে তরুণ ব্যবসায়ী বি. খন্দকার এর উদ্যোগে। এর আগেও বি. খন্দকার ব্যক্তি উদ্যোগে চার্টাড প্লেন ভাড়া নিয়ে ভাড়া নিয়ে প্রবাসীদের অস্ট্রেলিয়া থেকে দেশে নিয়ে আসেন ও প্রেরণ করেন। এবার সেই মানবতার সেবা অব্যাহত রাখার জন্য নিজের প্রিয়  Mercedes Benz ML Class AMG  অগএ মডেলের গাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। গাড়ি মূল্য বাংলা টাকায় প্রায় দুই কোটি। বি. খন্দকার বলেন, প্রথমত আমাদের ইউজিবির পরিকল্পনা হচ্ছে দেশের করোনা পরবর্তী যে অসহায়, ছিন্নমূল, নিন্ম-মধ্যবৃও সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি কাজ করা। এজন্য ২০০ ভলেন্টিয়ার নিয়ে আমরা ইউজিবি যাত্রা শুরু করতে প্রস্তুত। কিন্ত বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে অসহায় মানুষদের সেবা করা শুরু করি। ইতিমধ্যে গাজীপুর, জয়দেবপুর, ময়ম নসিংহ, ঢাকা,পাবনা, কুষ্টিয়া রংপুরের বিভিন্ন স্থানে ত্রান প্রদান করি। পাশাপাশি দৈনিক দেশের বিভিন্ন স্থানে ৩০০ থেকে ৪০০ জনের ইফতারি ব্যবস্থা করি। শুরু তে একা থাকলেও অনেকে এখন আমার সাথে সংযুক্ত হচ্ছে। ইফাতারির পাশাপাশি, অনলাইন, অফলাইন, বিকাশ প্রায় সকল মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। এখন মহামারি করোনার কারণে ব্যবসায়িক অবস্থা সব দেশেই খারাপ। তাই ইউজিব’র সেবা অব্যাহত রাখার জন্য আমি গাড়িটি বিক্রি করেছি। পাশাপাশি আমি সরকারকে সহযোগিতা করার জন্য এ্যার্পস নির্মাণের উদ্যোগ গ্রহন করেছি। এতে করে সরকার আরো দ্রুততার সাথে সেবা দিতে পারবে। এ ব্যাপারে তিনি সরকারের দৃস্টি কামনা করেন।