আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ইউজিসির পত্র প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ইউজিসির পত্র প্রত্যাহার দাবিতে মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


UGCকাগজ অনলাইন প্রতিবেদক: চাকরির বয়সসীমা ও সিলেকশন গ্রেডসহ বেতন স্কেল বিষয়ে ইউজিসির পত্র প্রত্যাহার এবং ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।

আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের কাউন্সিল ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল আহমেদ। মানববন্ধনে অচিরেই দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়।

এ ছাড়া এসব দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সোমবার অর্ধদিবস এবং মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন অফিসার্স ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে এম আশরাফ উজ জামান।