ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে, ৩ জন করোনা রোগী
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২০ , ৩:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী ছিলেন বলে জানা গেছে। মৃতদের সবাই লাইফসাপোর্টে ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। তাদের মধ্যে প্রথম ৩ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ২ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্টের অপেক্ষায় ছিলেন।বুধবার রাতে ৯টা ৫৫ মিনিটে হাসপাতালটিতে আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন। এই ঘটনায় এক সংবাদ বিজ্ঞপতির মাধ্যমে ইউনাইটেড হাসপাতাল দুঃখ প্রকাশ করেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, মূল ভবনের বাইরে আলাদা জরুরি বিভাগে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাদের ৩টি ইউনিট হাসপাতালে যায়। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।