আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ইউরোপে বন্যা : জার্মানি ও ফ্রান্সে নিহতের সংখ্যা বেড়ে ৬

ইউরোপে বন্যা : জার্মানি ও ফ্রান্সে নিহতের সংখ্যা বেড়ে ৬


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


6কাগজ অনলাইন ডেস্ক: একটানা ভারী বর্ষণে তলিয়ে গেছে মধ্য ইউরোপের অনেক অঞ্চল। এই আকস্মিক বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ৬ জন নিহত হয়েছেন।

জার্মানির দক্ষিণাঞ্চলে ডুবে মারা গেছেন ৫ জন। অনেকেই এখনো নিখোঁজ। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ।

এদিকে জার্মানির মত ফ্রান্সেও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফ্রান্সের বেশ অঞ্চলে শতাব্দীর সেরা বন্যা হচ্ছে। ঘরের ভেতর পানিতে ডুবে মারা গেছে ফ্রান্সের একজন বয়স্ক মানুষ। আরও কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন।

ফ্রান্স ও জার্মানির প্রায় ২৪টিরও বেশি শহর বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে।