আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল `ইজি’ ফ্যাশনের ৮৬ তম শাখার উদ্বোধন

`ইজি’ ফ্যাশনের ৮৬ তম শাখার উদ্বোধন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২৪ , ৫:৩১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক :  ইজি ফ্যাশন লি: নরসিংদী বড় পরিসরে হোমটাউন শপে। ইজির ৮৬তম শাখার গত শুক্রবার ১৫ মার্চ বিকাল চারটায় ফিতা  কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। আরো উপস্থিত ছিলেন, ইজি”র ম্যানেজিং ডিরেক্টার, ইসাদ চৌধুরী, ইজির চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ডিরেক্টার, তৌহিদ চৌধুরী আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু মেয়র নরসিংদী পৌরসভা এছাড়া আরো অনেকে । উক্ত শাখার শুভ উদ্বোধন উদ্বোধন উপলক্ষে অফারঃ ২টি পণ্য কিনলে, ১টি নির্দিষ্ট টি-শার্ট ফ্রি ইজি” দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। ।ইজি”র চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টার, ইসাদ চৌধুরী বলেন, নরসিংদী সদরে “ইজি” এখন বড় পরিসরে শুরু করেছি অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো নিজ হোমটাউন নরসিংদীতে ইজির শোরুম করার আমাদের বাবার ও তাই ইচ্ছে ছিলো আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। প্রায় ১০ হাজার স্কয়ার ফিটে মতো একটি শোরুম করেছি। নিজেরা মনের মাধুরী দিয়ে শোরুম টি সাজানো চেষ্টা করেছি। যেহেতু পজিশনটি আমাদের নিজেরা কিনে নিয়েছি মনের মত করে কাজটি করতে পেরেছি। হোল্ডিং – ২৬৭/২ শহীদ সাত্তার সড়ক, বাজির মোড় বৌয়াকুড়, নরসিংদী সদর, “ইজি পরিচালক তৌহিদ চৌধুরী বলেন, ২০০৯ সালে আমরা ইজি ফ্যাশনের যাএা শুরু করেছিলাম প্রায় ১৫ বছর আগে, আল্লাহর অশেষ রহমতে ৮৬ তম শোরুমের যাত্রা শুরু করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই । ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে ইজি ফ্যাশন নে রকমারী বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে । বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজিতে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি । শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য । ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

যোগাযোগ : ০২-৯৩৫৬৬৭৩;