আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইতালিতে নৌকাডুবি : নিহত ৫৯ অভিবাসীর ২৮ জনই পাকিস্তানি

ইতালিতে নৌকাডুবি : নিহত ৫৯ অভিবাসীর ২৮ জনই পাকিস্তানি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইতালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ১২ জন শিশু রয়েছে। এ ছাড়া এতে আরও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ২৮ জনই পাকিস্তানি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইতালিতে নৌকাডুবিতে নিহত ৫৯ জনের মধ্যে দুইডজনের বেশি হচ্ছে পাকিস্তানি। এই নিয়ে এক বিবৃতিতে শেহবাজ শরিফ গভীর উদ্বেগের কথা প্রকাশ করেছেন। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। প্রাণে বেঁচে যাওয়ারা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৫০ জন ছিলেন। ইতালির উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, অন্তত ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে। দেশটির আনসা নিউজ এজেন্সি বলেছে, ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে কয়েকমাসের এক শিশুও রয়েছে। ইতালিতে প্রতি বছর আফ্রিকা থেকে অনেক লোক অবৈধভাবে সাগর পথে দেশটিতে ঢুকে। জানা যায়, সর্বশেষ নৌকাডুবির ঘটনায় যাত্রীরা ছিলেন সোমালিয়া, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক।