আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু

ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। ইউরোপে করোনাভাইরাসে সর্বাধিক সংক্রমিত দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি। এএফপির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেওয়া কার্যক্রম শুরু হল।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদেন বলা হয়েছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেওয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।