আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ইনডিপেনডেন্ট টেলিভিশনের রমজান এর বিশেষ অনুষ্টান `বাজার সদাই’

ইনডিপেনডেন্ট টেলিভিশনের রমজান এর বিশেষ অনুষ্টান `বাজার সদাই’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক : প্রতি বছর রমজানের ত্রিশ দিন নিয়মিত ভাবে এই অনুষ্ঠান টি প্রচারিত হয় বিকেল ৪:৪০ মিনিটে। ঈদ ফ্যাশন ও কেনাকাটা বিষয়ক এই শো তে বাজারের সব ধরনের নতুন আইটেম ও ফ্যাশন ট্রেন্ড এবং বাজার দর জানিয়ে দেয়া হয়। শাত-ইল কবীর এর প্রযোজনায় এই অনুষ্টানটি উপস্থাপনা করছে টিভি সংবাদ এর পরিচিত ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিব্বীর।