আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ইনু হত্যার হুমকিতে ১৪ দলের নিন্দা

ইনু হত্যার হুমকিতে ১৪ দলের নিন্দা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৭:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


7কাগজ অনলাইন প্রতিবেদক: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ১৪ দল।

রোববার (১২ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ নিন্দা জানান।

নাসিম বলেন, ‘শুনলাম জাসদের অফিসে হাসানুল হক ইনুকে উদ্দেশ্যে করে কাফনের কাপড় পাঠিয়েছে। বিভিন্ন সময় গুপ্তহত্যা করা হচ্ছে। আমরা জাসদ অফিসে কাফনের কাপড় পাঠানোর তীব্র নিন্দা জানাই।’

‘ওরা কাপুরুষ, ওদের আমরা ভয় পাই না, আপনারাও কেউ ভয় পাবেন না।’

এ সময় সম্প্রতি গুপ্তহত্যার প্রতিবাদে দেশের সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে ১৪ দলের এই নেতা বলেন, ‘১৯ তারিখের মানববন্ধনে দেশের সব জেলা ও উপজেলার সকল প্রগতিশীল ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে এই গুপ্তহত্যার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকার সময় এখন আর নেই।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অপর অংশের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়াসহ মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ ও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।