ইন্দুরকানীতে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২১ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়। উপজেলার বালিপাড়া বাজারে আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম ও মো. ছরোয়ার খান দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল দোকান ঘর নির্মাণ করেন। তাদেরকে বারবার নোটিশ করা সত্ত্বেও দোকান সরিয়ে না নেওয়ায় নির্মিত ২টি দোকান ঘর ভেঙে ফেলা হয় এবং ঘোষেরহাট বাজারে সুভাষ মাস্টারের খাল দখল করে ভবন নির্মাণ করায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া রেখাখালী সুতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি বালু ভরাট করে নির্মাণাধীন ঘরের কাজ স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খামন জানান, উপজেলার বালিপাড়া ও ঘোষেরহাট বাজারে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে।