আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা-ভূমিধসে অর্ধশত মানুষের মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা-ভূমিধসে অর্ধশত মানুষের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২১ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ভূমিধসে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। রোববার (৪ এপ্রিল) সকাল থেকে সৃষ্ট ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার চারটি জেলার বাঁধ উপচে বন্যার পানি প্রবাহিত হয়।
এতে দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ বাসিন্দা।

বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চলছে তৎপরতা। এদিকে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির প্রেসিডেন্টের বাসবভন। ইন্দোনেশিয়ায় আগামী এক সপ্তাহ এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহওয়া বিভাগ। সূত্র: বিবিসি।