আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ: হতাহতের আশঙ্কা

ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ: হতাহতের আশঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২১ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি চার্চে প্রার্থনাসভার সময় বোমা বিস্ফোরণ হয়েছে। এর ফলে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুলাওয়েসি পুলশের মুখপাত্র ই. জুলপান। আজ রোববার মাকাস্সার জেলায় একটি ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ই. জুলপান বলেছেন, বিস্ফোরণের সময় চার্চের ভিতর প্রার্থনাসভা চলছিল। তিনি বলেছেন, আমরা ঘটনাস্থলে ভিকটিমদের এবং মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পেয়েছি। তবে এর মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেখানকার ভিডিওতে দেখা যায়, পুলিশ ওই চার্চ এবং পাশের একটি কার পার্কিং এলাকা ঘেরাও করে রেখেছে।