আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ইফতারের ছবি পোস্ট করে সম্প্রীতির বার্তা দিলেন মিম

ইফতারের ছবি পোস্ট করে সম্প্রীতির বার্তা দিলেন মিম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২১ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে। বর্তমানে তিনি সিনেমাতেই মনযোগ দিয়েছেন৷ কাজ করে যাচ্ছেন আপন মনে। পর্দার বাইরের মিমও বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত৷ তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে৷ শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে। এবার তিনি সামিল হলেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে৷ ১৪ এপ্রিল প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তাও৷ ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাইলেন৷ আজ ইফতারের পর ফেসবুকে ছবি পোস্ট করেছেন৷ সেখানে মায়ের সঙ্গে দেখা গেল তাকে। সঙ্গে আরও তিনজন। ধারণা করা হচ্ছে, নায়িকা ইফতারের দাওয়াতে ছিলেন। টেবিলে সাজানো বাহারি খাবারের ইফতার৷ আছ ফল, জুস, মুড়ি, বেগুনী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রমজানের ইফতার।’ মাত্র আধা ঘণ্টার মধ্যেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি৷ অনেকে মিমের অসাম্প্রদায়িক চেতনার প্রশংসাও করছেন ছবির নিচে মন্তব্যের ঘরে। লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি৷ অনেকে মিমের অসাম্প্রদায়িক চেতনার প্রশংসাও করছেন ছবির নিচে মন্তব্যের ঘরে।