আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ইফতারে সুস্বাদু ডালের কাটলেট

ইফতারে সুস্বাদু ডালের কাটলেট


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


dalerঅনলাইন লাইফস্টাইল ডেস্ক: ইফতারের আয়োজনে ডাল দিয়ে তৈরি নানা পদ তো থাকেই। পিয়াজু, ঘুঘনি কিংবা বড়া না হলে ইফতারই যেন অসম্পূর্ণ থেকে যায়। ডাল দিয়েই যে খুব চমৎকার স্বাদের কাটলেট তৈরি করা যায়, তা অনেকেরই হয়তো অজানা।

তাই চলুন জেনে নিই ডালের কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ : পাঁচমিশালি ডাল সিদ্ধ করা ২ কাপ, পাউরুটির সাদা অংশ ১ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ব্রেডক্রাম পরিমাণমতো, ডিম ২টা, লবণ-তেল পরিমাণ মতো।

প্রণালি : ডিম ব্রেডকাম ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কাটলেটের আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম দিয়ে জড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করতে হবে।