আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ইব্রাহিমোভিচের জাদুতে পাঁচে উঠল মিলান

ইব্রাহিমোভিচের জাদুতে পাঁচে উঠল মিলান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগামী অক্টোবরে ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচকে দেখলে সেটা বোঝার উপায় নেই। মাঠের লড়াইয়ে এখনো খুরধার তার পারফরম্যান্স। সাসুলোর মাঠে জোড়া গোলের দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে প্রমাণ করলেন এখনো শেষ হয়ে যাননি। ক্লাব ফুটবলে তার দেওয়ার আছে অনেক কিছু।

সুইডিশ তারকা ফরওয়ার্ড ইব্রার জোড়া গোলের নৈপুণ্যে দশজনের সাসুলোকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এসি মিলান। এ জয়ে সেরি এ’র পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে গেল আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়া কোচ স্তেফানো পিওলির দল।

ম্যাচের ১৯তম মিনিটে সফরকারী মিলানকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ৪২তম মিনিটেই পেনাল্টি গোলে স্বাগতিকদের সমতা এনে দেন ফ্রান্সেস্কো ক্যাপুতো।

ফুটবল সুপারস্টার ইব্রার দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মিনিটে)। পাঁচ মিনিট বাদেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাসুলোর মাঝ মাঠের প্লেমেকার মেহদি বৌরাবিয়া। ৩৫ ম্যাচ খেলে পাঁচে উঠা মিলানের পুঁজি এখন ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এখন সাসুলো।