আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইরাকের কারবালায় বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

ইরাকের কারবালায় বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৩


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইরাকের কারবালায় শনিবার তিনটি বোমা বিস্ফোণের ঘটনায় দুই পুলিশসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারবালার উত্তরাঞ্চলীয় জেলা আল-খানাফেসায় শনিবার পুলিশের দুটি দহল গাড়িতে এবং একটি বেসামরিক গাড়িতে বোমা হামলা হয়।
এ পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। শিয়া অধ্যুষিত কারবালায় গত কয়েক বছর ধরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটছে। এতে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি ইরাকের কিরকুক, সালাহউদ্দিন ও দিয়ালাপ্রদেশে ভয়াবহ হামলা চালাচ্ছে আইএস। ২০১৪ সালে ইরাকের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ নেয় জঙ্গিগোষ্ঠী আইএস। ২০১৭ সালে ইরাক আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। এর পর থেকে গোপন আস্তারা থেকে মাঝেমধ্যে বের হয়ে বড় ধরনের নাশকতা চালাচ্ছে এ জঙ্গিগোষ্ঠী