আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইরানের করোনা টিকা ৯০ ভাগ কার্যকর!

ইরানের করোনা টিকা ৯০ ভাগ কার্যকর!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনায় হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। এরমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। তবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইরানের উদ্ভাবিত টিকার প্রাথমিক ফলাফলে ৯০ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (ইরনা) টিকার উদ্ভব ও বিতরণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়। আলজাজিরা জানায়, ইরানের উদ্ভাবিত কোভইরান বারেকেত টিকা প্রকল্পের প্রধান মোহাম্মদ রেজা সালেহি সাক্ষাতকারে বলেন, প্রথম দফায় পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারীদের ৩৫ স্বেচ্ছাসেবককে নিরীক্ষণ করে দেখা গেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যাশার চেয়ে উত্তমভাবে কাজ করছে। তিনি বলেন, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা নেয়া ৯০ ভাগ মানুষের রোগ প্রতিরোধের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মোট ৫৬ স্বেচ্ছাসেবককে টিকার প্রথম ডোজ দেয়া হয়। এই মাসের শুরুতেই সবার দ্বিতীয় দফার ডোজ সম্পন্ন করা হয়েছে।