আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর আর নেই

ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২১ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর প্যারিসে মারা গেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। দেশ ছেড়ে পালানোর পর কয়েক দশক ধরে তিনি প্যারিসে বসবাস করছিলেন। আবুল হাসান বনিসদরের নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি এবং ইরানের মিডিয়ার রিপোর্টে শনিবার বলা হয়েছে, ৮৮ বছর বয়সে তিনি মারা গেছেন ফ্রান্সের রাজধানী সালপেট্রিয়েরে হাসপাতালে। দীর্ঘদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন। বনিসদরের জন্ম ১৯৩৩ সালে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামদান প্রদেশে। তার পিতা ছিলেন সুপরিচিত ধর্মীয় একজন নেতা ও ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্বে থাকা রুহুলুল্লাহ খামেনীর ঘনিষ্ঠ বন্ধু। বনিসদর ইউরোপে সম্পন্ন করেন পড়াশোনা। ইরানে মোহাম্মদ শাহ পাহলভি বংশের বংশীয় শাসনের বিরুদ্ধে একজন ক্যাম্পেইনার ছিলেন তিনি।
ফলে খামেনির একজন আস্থাভাজন ও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ইরানে ইসলামিক বিপ্লবের কয়েক মাস পরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন বনিসদর। এতে চার বছর মেয়াদের জন্য ব্যাপক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। কিন্তু মাত্র এক বছরের সামান্য বেশি সময়ের জন্য তার সরকার স্থায়ী হয়েছিল। কারণ, খামেনিকে সমর্থনকারীরা ১৯৮১ সালের জুনে তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনে এবং তা পাস করে। ফলে তিনি কিছু সময়ের জন্য আত্মগোপন করে থাকেন। পরে একটি বিমানে করে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।