ইরানে মার্কিন গুপ্তচরের ফাঁসি কার্যকর
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২০ , ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ক্ষেপণাস্ত্রের তথ্য বিক্রি করায় ইরানে রেজা আসগারি নামের মার্কিন গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল। তিনি বলেন, রেজা আসগারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। ২০১৬ সালে তিনি অবসরে যান। পরে তার কাছে থাকা ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত সব তথ্য সিআইএ’র কাছে বিক্রি করে দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাকে কবে গ্রেপ্তার করা হয়েছিলো, তা জানাননি তিনি।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা হলো রেড লাইন। এই নিরাপত্তা বিপদের মুখে ঠেলে দিলে বিচার বিভাগ পদক্ষেপ নেবে আসগারির ফাঁসি কার্যকরের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি মার্কিন কর্মকর্তারা।
গত বছরের জুলাইয়ে ইরানেরে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, তাদের পরমাণু ও সামরিক খাতের তথ্য সিআইএ’র কাছে সরবরাহ করায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাদের নাম তিনি বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বক্তব্যকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেছেন।
গত মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকাদার জালাল হাজিজাভারকে ফাঁসি দেয়া হয়। তিনি সিআইএ’র কেনা গুপ্তচর ছিলেন বলে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে।