আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইসরাইলে চরম আতঙ্কে ভারতীয় নার্সরা

ইসরাইলে চরম আতঙ্কে ভারতীয় নার্সরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ১:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে জীবন ও জীবিকা দুই-ই হারানোর আতঙ্কে আছেন ভারতীয় নার্সরা। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, ইসরাইলে কমপক্ষে ১৪ হাজার ভারতীয় নাগরিকের বসবাস। এদের মধ্যে ১৩ হাজারেরও বেশি আছেন নার্স। ইসরাইলের বিমান হামলার জবাব দিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন- হামাস দুই হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন শহরে। এর প্রায় ১০-২০ শতাংশ গিয়ে ইসরাইলের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এতে ইসরাইলে এক ভারতীয় নারীসহ মোট আট নিহত হয়েছেন। এর আগে ২০১৪ সালে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের যে সংঘাত হয়েছিল, তখন হামাসের প্রায় সব রকেটই আটকে দিতে সক্ষম হয় ইহুদিবাদী দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। হামাসের ছোড়া অনেক রকেটই আটকাতে পারছে না আয়রন ডোম। ফলে ইসরাইলিদের পাশাপাশি সেখানে বসবাসরত ভারতীয়দের মধ্যেও চরম আতঙ্ক কাজ করছে।