আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের অগ্রিম টিকিট বিক্রি আগামী সপ্তাহে

ঈদের অগ্রিম টিকিট বিক্রি আগামী সপ্তাহে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


bus-ticket-eid-sm20150630121456কাগজ অনলাইন প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে আগামী সপ্তাহের সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্যমলী পরিবহনের মালিক ও বাস ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময় আগামী সপ্তাহের সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি তারা নিচ্ছেন। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

এদিকে, ট্রেনের টিকিট বিক্রি নিয়ে শিগগিরিই বৈঠকে বসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার ঈদের ১০ দিন আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে রেলসূত্র জানিয়েছে।