আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঈদের আগেই ক্ষতিপূরণের টাকা চান দোকান কর্মচারীরা

ঈদের আগেই ক্ষতিপূরণের টাকা চান দোকান কর্মচারীরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৩ , ৩:১৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ হাজার দোকান কর্মচারীর প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আসন্ন ঈদুল আজহার আগেই পরিশোধের আহ্বান জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। সংগঠনটি বলছে, আগামী ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পেলে দোকান কর্মচারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। অগ্নিকাণ্ডে কতজন দোকান কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক তথ্য নেই উল্লেখ করে সংগঠনটি বলছে, বঙ্গবাজারে প্রায় পাঁচ হাজার দোকান পুড়েছে। প্রতি দোকানে তিনজন করে কর্মচারী ধরে এ হিসাব করা হয়েছে। এছাড়া তাদের কাছে ছয় হাজার কর্মচারীর সই রয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, গত এপ্রিলে বঙ্গবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রায় ২০ কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ বাবদ ১ টাকাও পাননি। তিনি বলেন, এ কর্মচারীরা চাকুরি ও বেতন ছাড়া মানবেতর জীবন যাপন করছেন। তারা গত ঈদুল ফিতরে বেতন পাননি। আসন্ন কোরবানির ঈদের আগেই তাদের ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। দাকান কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। এখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১২-১৭ জুন মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতিকে স্মারকলিপি প্রদান এবং আগামী ২০ জুন ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা।