আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের দিনেও ঘরে থাকার আহ্বান আইজিপির

ঈদের দিনেও ঘরে থাকার আহ্বান আইজিপির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২০ , ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে ঈদের দিনও জনসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান।আইজিপি বলেন, “ঈদের দিন কেউ ফুর্তি করার জন্য ঘর থেকে বের হবেন না; এমনকি দৃশ্য দেখার জন্যও বের হবেন না, ঘরে থাকুন। একটু সতর্কভাবে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।” ঈদের জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মানার আহ্বানও জানান তিনি। বেনজীর বলেন, এবছর ঈদে যে যেখানে অবস্থান করছেন, সেখানে থাকতে সরকার নির্দেশনা দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ বিকল্প পথ ধরে চলাচলের চেষ্টা করছে; ফেরিঘাটে ভিড় করছে। “তাদের অনুরোধ করব, আপনারা স্বস্থানে ফিরে আসুন। আপনারা দায়িত্বহীনভাবে চলাফেরা করলে আক্রান্ত বেশি হবেন, অন্যকে আক্রান্ত করবেন।” তাই এভাবে চলাফেরা বন্ধ ও গ্রামের বাড়িতে যাওয়ার উদ্যোগ না নেওয়ার অনুরোধ জানান তিনি। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করা বা সান্ধ্য আইন জারি করা হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, সরকারকে সার্বিক বিষয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হয়। অনেক দেশ বিধি অনুসরণে জনগণের উপর জোর খাটাচ্ছে। “কিন্তু আমি বলব আমরা গত দুই মাস যেভাবে জনগণের সাথে কাজ করেছি; জনগণকে নিয়ে কাজ করেছি সেভাবেই করবো। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন “