আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদের নাটকে নিথর মাহবুব

ঈদের নাটকে নিথর মাহবুব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২০ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনা মহামারীর এই সময়ে অনেকের মতো ঘরে সময় কাটানোর পর শুটিংয়ে ফিরেছেন মূকাকু খ্যাত অভিনেতা নিথর মাহবুব। সম্প্রতি ঈদের একটি নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাল্টি প্লাগ’। প্রচার হবে নাগরিক টিভিতে। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন রুশো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাওন, পারসা ইভানা, তানজিম হাসান অনিক, রাইসা রিয়া ও নিথর মাহবুব প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ। নির্বাহী প্রযোজক আর এইচ সোহেল। নাটকের গল্পেপ শাওন ছোট ভাই আর নিথর বড় ভাই। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্তপূর্ণ সম্পর্ক ছাট ভাই একটার পর একটা প্রেম করে বেড়ায়। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে কোন মেয়ে একবার তাকে টাকলু বলেছিল তাই সে প্রেম বিয়ে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। একদিন বড় ভাই মজা করে ছোটভাইয়ের এক্স গালফ্রেন্ডের ছবি তাকে ফেসবুক থেকে দেখাতে গেলে ছোট ভাইয়ের নজরে আটকে যায় এক্স গালফ্রেন্ডের পাশে থাকা এক মেয়ের দিকে। শুরু হয় ছোট ভাইয়ের নতুন মিশন। ওই মেয়ের নাম ঠিকানা যোগার করে তার সঙ্গে প্রেম করার সিদ্ধান্ত নেয় ছোট ভাই। কিন্তু কিছুতেই ওই মেয়ের মন পাওয়া যাচ্ছিল না। আর পাত্তা নে দেওয়ার পিছনে লুকানো আছে এক কারণ। কিন্তু সত্তি সত্তি মেয়েটির প্রেমে পরে যায় ছোট ভাই। বড় ভাই বিষয়টি বুঝতে পেরে গোপনে ছোট ভাইকে সহযোগিতা করতে থাকে। কারণ বড় ভাই চাননা ছোট ভাইয়ের জীবনটা তার মতো হোক। এসবের মধ্যে জন্ম নিতে থাকে মজার মজার ঘটনা। নিথর মাহবুব বলেন, অনেকদিন নিজেকে একা ঘরে বন্দি রাখার পর বাহিরে কাজে এসে অনেকের সঙ্গে কথা বলতে পেরে ভাল লেগেছে। তবে একটা আতংকও ছিল। আগের মতো এখন আর শুটিংয়ে আনন্দে মেতে উঠা যায় না। হাউজের পরিবেশ দেখে ভাল লেগেছে। সবসময় শুটিং হাউজগুলো এমন পরিস্কার পরিচ্ছন্ন দেখতে চাই। নাটকে আমার চরিত্রটা একটু ডিফ্রেন্ট ছিল। যা আমার আচরেণেরবিপরিত। নাটকে বড় ভাই খুব ফুর্তিবাজ হৈহুল্লুর সভাবের মানুষ। ছোট ভাই, ছোট ভাইয়ের বন্ধুরাও তার বন্ধু। নিথর মাহবুব জানান, ঈদের দুইটা ধারাবাহিক নাটকে কাজ করার কথা রয়েছে তার। করোনা কালিন সময় কেমন কাটল জানতে চাইলে জানান, এই সময়ের মধ্যে তিনি বেশকিছু কবিতা আবৃত্তি করে তার নিথর মাহবুব নামের ইউটিউব চ্যাণেলে প্রকাশ করেছেন। এর মধ্যে দুইটি কবিতা তার নিজের রেখা। একটি কবি বর্তমান বিশ্বের করোনা মহমারীকে কেন্দ্র করে, যার নাম ‘সাইরেন’। এছাড়াও করোনা বিষযে মানুষকে সচেতন করতে দুইটি মূকাভিনয়ের ভিডিও করে নিজের চ্যানেলে তা প্রকাশ করেছেন নিথর মাহ বুব। করোনা মহামারীতে মানুষকে ঘরে থাকার আহবন জানিয়ে ‘ঘরে থাকি’ শিরোনামে একটি গান লিখেছেন।