আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে আসছে ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’

ঈদে আসছে ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও তানজিন তিশা ‘মানি মেশিন’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আরটিভি প্লাস এর ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ এর। পোস্টারে লেখা দেখে ধারণা করা যাচ্ছে, টাকা নিয়ে অপরাধের গল্পে নির্মিত হতে যাচ্ছে এটি। ৮৫ মিনিট ব্যাপ্তির এ ওয়েব ফিল্মে তাহসান ও তিশা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। ইতিমধ্যে ডাবিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ডসহ পোস্ট প্রোডাকশনের সকল কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুতইে আরটিভি ও ওটিটি প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে ‘মানি মেশিন’।