আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে আসছে তাদের গান ‘ বুকের পাজর ছুঁয়ে’

ঈদে আসছে তাদের গান ‘ বুকের পাজর ছুঁয়ে’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২০ , ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   সম্প্রতি ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে পিয়াসের নতুন মৌলিক গান ‘ বুকের পাজর ছুঁয়ে’৷ নিজের সুরে, এম.এ. আলম শুভ’র কথায় গানটির সংগীত পরিচালনা করেন আরফিন রুমি। কিছুদিন আগে পিয়াসের কন্ঠে প্রকাশ পেয়েছিলো ‘একি প্রেমের নেশা’ শিরোনামের একটি গান৷ আরফিন রুমির সুর ও সংগীতে গানটির কথা লিখেছিলেন অনিম খান৷ আরফিন রুমি বাংলাদেশের একজন জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী। যার গানের ভক্ত ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। শুরু থেকে অনেক জনপ্রিয় জনপ্রিয় গান দিয়ে আসছেন আরফিন রুমি ৷ এছাড়াও আরফিন রুমির সুর ও সংগীতে ক্যারিয়ার গড়েছিলো নতুন পুরাতন অনেক শিল্পী। বর্তমানে তিনি নিজের ‘আরফিন রুমি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করে যাচ্ছে নিজের লেখা, সুর, সংগীত ও কন্ঠে নতুন নতুন মৌলিক গান। যা তাঁর ভক্তরা অধিক আগ্রহে গ্রহণ করে নিচ্ছেন। এছাড়াও প্রতিদিন গান রিলিজ করে রেকোর্ডও করেছেন আরফিন রুমি৷ ‘বুকের পাজর ছু্ঁয়ে’ গানটি নিয়ে পিয়াস জানান, আরফিন রুমি ভাইয়ের জন্য গান করার সাহস পাই। উনি সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। এম.এ. আলম শুভ ভাই এর কথায় নতুন গানটির সুর করেছি আমি নিজেই।আর সংগীত করছেন শ্রদ্ধেয় আরফিন রুমি ভাইয়া।যার অনুপ্রেরণাতে আমি সংগীতের পথে এসেছি, যিনি আমাকে হাতেখড়ি দিয়েছেন, আমাকে গান শিখিয়েছেন তিনি আর কেউ নই, আরফিন রুমি ভাইয়ার আম্মু নাসিমা আক্তার রোজি৷ তাঁর জন্য উপহার স্বরূপ আমার এই গান। আশা করছি আমার শ্রোতা বন্ধুদের গানটি খুব ভালো লাগবে৷ ঈদ উপলক্ষে গানটি প্রকাশ পাবে ‘পিয়াস মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেল থেকে।