আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে আসছে ফারজানা সুমি’র ‘ওরে পোড়া মন’

ঈদে আসছে ফারজানা সুমি’র ‘ওরে পোড়া মন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বর্তমান সময়ে করোনার প্রকোপের মধ্যে অনেকে স্বাস্থবিধি মেনে সকল পেশার মানুষ কাজে করে যাচ্ছেন। মিডিয়া জগতের সাথে জড়িত সকলেই স্বাস্থবিধি মেনেই ব্যাস্ত সময় পার করছেন। বর্তমান সময়ে নতুন নতুন মিউজিক গান উপহার দিচ্ছে তরুণ প্রজন্মের বিভিন্ন শিল্পী বৃন্দ। আর তাতে মডেল হচ্ছেন অনেক জনপ্রিয় সব মডেলরা।

এমনই একটি গান আসছে “ওরে পোড়ামন”। সুর ও কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ । ডিরেক্টর ছিলেন আশিক মাহমুদ, গীতিকার বর্তমান সময়ের দর্শকপ্রিয় মডেল ফারজানা সুমি। গানটিতে মডেল ও হয়েছেন তিনি। তার বিপরীতে মডেল ছিলেন শামীম শিশির। খুলনা ও যশোরের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

সুমি বলেন, মিউজিক ভিডিওতে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এতে ক্ষণে ক্ষণে এক্সপ্রেশন নিয়ে খেলতে হয়। গানের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে হয়। আমি চেষ্টা করেছি গানটি আশা করি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে। আমাদের সফলতা সেখানেই দর্শক যখন ভালো বলবেন। আগামীতে আরো ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। জানাগেছে, গানটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।