আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদে ট্রেনের অগ্রিম টিকেটের সিদ্ধান্ত বুধবার

ঈদে ট্রেনের অগ্রিম টিকেটের সিদ্ধান্ত বুধবার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


trainকাগজ অনলাইন প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে আগামীকাল বুধবার জানাবে রেলপথ মন্ত্রণালয়।

কাল দুপুর দেড়টায় রেল ভবনের সম্মেলন কক্ষ যমুনায় রেলপথ মন্ত্রী মজিবুল হক ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি এবং টিকেট বিক্রি কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানাবেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

ঈদ উপলক্ষে আগামী ২১ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রির প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের প্রস্তাবনা অনুযায়ী, ২১ থেকে ২৫ জুন পর্যন্ত টিকেট বিক্রির কার্যক্রম চলবে। টিকেট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তবে মন্ত্রণালয় আগামী ২২ জুন থেকে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরুর পরিকল্পনা করেছে বলে জানা গেছে। যদিও চূড়ান্ত ঘোষণা আসবে বুধবার দুপুরে।
অন্যান্য বছর ঈদের পাঁচদিন আগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে এবার ১০ দিন আগেই এ কার্যক্রম শুরুর চিন্তাভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বর্তমানে রেলওয়েতে ৯২২টি কোচ আছে। ঈদ উপলক্ষে আরও ১৭০টি কোচ বহরে যোগ হবে। এদিকে রেলওয়েতে ২০৩টি লোকোমোটিভ ট্রেন দৈনিক চলাচল করে।
ঈদ উপলক্ষে মেরামত করে আরও ২৫টি লোকোমোটিভ ট্রেন যোগ করার ঘোষণা আসে প্রতিবছর। তবে এবার নতুন বগি যোগ হচ্ছে রেলবহরে। ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ কেনার কারণে এটি সম্ভব হচ্ছে। এরই মধ্যে ৭৭টি কোচ রেলবহরে যোগ হয়েছে। আরও ২০টি কোচ ঈদের আগে দেশে পৌঁছানোর কথা রয়েছে।