আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট পাঁচ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে থাকছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে। তবে রোজা ৩০টা হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।