আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদে মহাসড়কে ১ হাজার স্বেচ্ছাসেবক : সেতুমন্ত্রী

ঈদে মহাসড়কে ১ হাজার স্বেচ্ছাসেবক : সেতুমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৮:৩০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Gazipurকাগজ অনলাইন প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর আশপাশের মহাসড়কগুলোতে ঈদের আগে পাঁচ দিন ১৪টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক থাকবে। তারা যানজট নিরসনে তিন শিফটে পুলিশকে সহযোগিতা করবে।

আশা করছি যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা যাত্রীদের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দিতে পারবে।

মন্ত্রী বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হয়েছে। এখানে অনেকগুলো ফ্লাইওভার হবে, ব্রিজ হবে। একটা ফোর লেন হতে গেলে কিছু কিছু সমস্যা হয়। এটা সাময়িক দুর্ভোগ। দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য সামান্য দুর্ভোগ মেনে নিতে তিনি সবাইকে আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজাসহ ট্রাফিক পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।