ঈদে হিলি বন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত একটানা ছয়দিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, শুধু ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ শুরু হবে। এসময় ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য রাজস্ব পরিশোধ করে খালাস করে নিতে পারবেন। আমাদের অতিরিক্ত ছুটি নেওয়ার সুযোগ নেই।