আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে ৬টি নতুন চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই

ঈদে ৬টি নতুন চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১০:০৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


film-kolajকাগজ অনলাইন ডেস্ক: ঈদুল ফিতরে চ্যানেল আই ৬টি নতুন চলচ্চিত্র দেখাবে।চলচ্চিত্রগুলো হলো ‘দর্পণ বিসর্জন’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘ব্ল্যাক’, ‘GULLIVER’S TRAVELS’, ‘লালচর’ এবং ‘মন জানেনা মনের ঠিকানা’।

পল্লী কবি জসিমউদ্দিন এর ‘আয়না’ গল্প অবলম্বনে ‘দর্পণ বিসর্জন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ। প্রচার হবে ঈদের দিন বিকেল ২.৩০ মিনিটে।

‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন শিহাব শাহিন। অভিনয়ে আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের প্রমুখ। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে।

‘ব্ল্যাক’ কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামাল মোহাম্মদ কিবরিয়া। অভিনয়ে সোহম (ভারত), বিদ্যা সিনহা মীম, অমিত হাসান, খরজ মূখার্জি প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে।

‘GULLIVER’S TRAVELS’ হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রব লিটারম্যান। বাংলাদেশ প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.৩০ মিনিটে।

‘লালচর’ কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে আনিসুল হক মিলন, মোহনা মিম, নাদের চৌধুরী, মাসুম আজিজ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের পঞ্চমদিন সকাল ১০.৩০ মিনিটে।

‘মন জানেনা মনের ঠিকানা’ কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ প্রমুখ। দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.৩০ মিনিটে।