ঈদ যাত্রা উপলক্ষে সব পথে বেড়েছে যাত্রীচাপ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২২ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : সড়কপথে ঈদ যাত্রা শুরু হয়েছে। সব সড়কে বেড়েছে যানবাহনের চাপ। পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে প্রাইভেট কারের চাপ সবচেয়ে বেশি।
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় ভোর থেকেই শত শত মানুষ নাড়ির টানে বাড়ি ফেরার জন্য কমলাপুর রেল স্টেশনের ভিড় করছে। সকাল থেকে কয়েকটি ট্রেন ঠিক সময়ে রওনা হতে পারিনি বলে অভিযোগ পাওয়া গেছে।
স্টেশনের কর্মকর্তা জানিয়েছেন আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই ভিড় আরো বাড়তেই থাকবে। বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন ৫০ হাজার ঘরমুখো যাত্রীদের তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ৪৬টি লোকোমোটিভ যুক্ত হওয়ায় রেলের সেবা আরো জোরালো ভাবে দেয়া সম্ভব হবে।
এদিকে সড়কপথেও যানবাহনের চাপ বেড়েছে। সকালের দিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই বাস টার্মিনালে এসে টিকিট কেটে বাসে উঠে পড়েছেন। ঢাকা-আরিচা এবং ঢাকা-টাঙ্গাইল সড়কপথে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশি। পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন লাইন ধরেছে। এর মধ্যে প্রায় তিন শতাধিক হচ্ছে ব্যক্তিগত যানবাহন।
শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে রয়েছে। ফেরি স্বল্পতার কারণে এই ঘাটে মানুষের ভোগান্তি বেশি হচ্ছে।