আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস উইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড

উইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগের দিন ব্যাট হাতে ৬২ রানের ঝড়ো ইনিংসের পর আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছিলেন। রোববার ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয়দিনে আরেকটি দুর্দান্ত স্পেলে বাকি চার উইকেট নিয়ে উইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাবে কোনোমতে ফলো-অন এড়িয়ে ১৯৭ রানে থমকে যায় ক্যারিবীয়রা। ৩১ রানে ছয় উইকেট নিয়ে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে স্বাগতিকদের বড়সড় লিড এনে দেন ব্রড। ১৭২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড কালই দুই উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ররি বার্নস ৯০ ও ডম সিবলি ৫৬ রানে আউট হন। অধিনায়ক জো রুট অপরাজিত থাকেন ৬৮ রানে।

শেষ দুদিনে বৃষ্টির পূর্বাবাস থাকায় দ্রুত ইনিংস ঘোষণা করে উইন্ডিজকে ৩৯৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। যা তাড়া করতে নেমে ব্রডের জোড়া ছোবলে ১০ রানে দুই উইকেট হারিয়ে তৃতীয়দিন শেষ করেছে সফরকারীরা। ইংল্যান্ডের ম্যাচ ও সিরিজ জয় এখন সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয়দিন যেভাবে শেষ হয়েছিল, তাতে কাল ফলো-অন এড়াতে পেরেই খুশি হওয়ার কথা উইন্ডিজের। ছয় উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শুরু করা সফরকারীদের ভরসা হয়ে কাল সকালে দারুণ ব্যাট করেছেন অধিনায়ক জেসন হোল্ডার ও শন ডাওরিচ। সপ্তম উইকেটে তাদের ৬৮ রানের জুটিতেই ফলো-অনের শঙ্কা কাটায় উইন্ডিজ। জুটিটা অবশ্য আরও আগেই ভাঙতে পারত।

ব্যক্তিগত ৩৮ রানে হোল্ডারকে শর্ট-লেগে ক্যাচ বানিয়েছিলেন ক্রিস ওকস। কিন্তু নো-বলের সুবাদে বেঁচে যান উইন্ডিজ অধিনায়ক। পরে ৪৬ রানে হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ব্রড। জুটি ভাঙতেই চোখের পলকে শেষ সফরকারীরা।

ব্রডের তোপের মুখে মাত্র ১৯ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে ১৯৭ রানে অলআউট উইন্ডিজ। পরে দ্বিতীয় ইনিংসেও জোড়া শিকার ধরেন ব্রড। জেমস অ্যান্ডারসন (৫৮৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশের (৫১৯) পর টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র এক উইকেট দরকার ব্রডের।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৬৯।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৯৭ (ক্যাম্পবেল ৩২, হোল্ডার ৪৬, ডাওরিচ ৩৭। অ্যান্ডারসন ২/২৮, ব্রড ৬/৩১)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ২২৬/২ ডিক্লেয়ার (বার্নস ৯০, সিবলি ৫৬
রুট ৬৮*। হোল্ডার ১/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়
ইনিংস ১০/২ (ব্রাফেট ২*
শাই হোপ ৪*। ব্রড ২/৮)।