উচ্ছ্বসিত পরীমনি
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২২ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেন ভাই, ইহার চেয়ে নামটি মধুর, তিন ভুবনে নাই- কাজী কাদের নেওয়াজের এই কবিতাটি মনে পড়ে যায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির উচ্ছ্বাস দেখে। হঠাৎ কেন এত উচ্ছ্বসিত এই নায়িকা। জানা যায়, মুক্তির অনুমতি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘মা’। মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় এত উচ্ছ্বাস এ নায়িকার। পরী বলেন, আমি অনেক খুশি যে ‘মা’ সিনেমাটি আনকাট সেন্সর হলো। এই সিনেমার জার্নিটা সারা জীবনের মেমোরি হয়ে থাকবে আমার। এ সিনেমার যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতোটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড়পর্দায় অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, প্রমুখ।