আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস উজ্জীবিত দক্ষিণ কোরিয়ার সামনে ফেভারিট ব্রাজিল

উজ্জীবিত দক্ষিণ কোরিয়ার সামনে ফেভারিট ব্রাজিল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ৪:৩১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   একের পর এক ইনজুরির খবরে বিপাকে ব্রাজিল। সার্বিয়া ও সুইজারল্যান্ডরকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করা দলটির জন্য অবশেষে এলো স্বস্তির এক বার্তা- দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার জন্য ফিট নেইমার। একেবারে শেষ সময়ে তার স্কোয়াডে অন্তর্ভুক্তির ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হতে পারে।  এবারের বিশ্বকাপে ব্রাজিলের ভালো-খারাপের মিশ্র অভিজ্ঞতা হয়েছে। প্রথম ম্যাচে ডান পায়ের গোড়ালির চোট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যান নেইমার। সার্বিয়া ম্যাচে চোট পান দানিলোও। দুজনকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে মেডিক্যাল টিমের বিবৃতি। সবশেষ অ্যালেক্স তেল্লেস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস বাড়ানোর মতো পরিসংখ্যান হলো, এই আসরে তিন ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে ব্রাজিল। আর শেষবার তারা শেষ ষোলোতে ছিটকে গেছে সেই ১৯৯০ সালে, হেরে যায় আর্জেন্টিনার কাছে। তারপর থেকে ৩৬ বছরে সাতটি বিশ্বকাপ খেলে প্রত্যেকবার শেষ ষোলোর বাধা টপকেছে। সুতরাং এবারও ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে দেখার প্রত্যাশা করা স্বাভাবিক।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২০১০ সালের পর প্রথমবার নকআউটে। উরুগুয়েকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর ঘানার কাছে হারে কোরিয়ানরা। শেষ ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে এক যুগ পর নকআউটে। এনিয়ে তৃতীয়বার গ্রুপ বাধা পেরিয়েছে তারা। ২০০২ সালে আয়োজক হিসেবে দেশটি বিশ্বকাপে সেরা সাফল্য পায় সেমিফাইনালে পৌঁছে। এবার দ্বিতীয় সেরা সাফল্য পেরোতে হলে পাওলো বেন্তোর দলকে উপড়ে ফেলতে হবে ব্রাজিল নামের পথের কাঁটা। পর্তুগিজদের হারিয়ে উজ্জীবিত দক্ষিণ কোরিয়া।