আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘উড়তা পঞ্জাব’, কেটে ফেলতে হবে ৮৯টি দৃশ্য!

‘উড়তা পঞ্জাব’, কেটে ফেলতে হবে ৮৯টি দৃশ্য!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৭:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


udta-punjabকাগজ অনলাইন ডেস্ক: বলিউডের ছবি ‘উড়তা পাঞ্জাব’ এ মাসের ১৭ তারিখেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সরবোর্ডের আপত্তির মুখে সেটি এখন অনিশ্চয়তায় পড়েছে। ‘উড়তা পঞ্জাব’ সেন্সর-বিতর্ক মামলার আজ শুনানি চলছে মুম্বাই হাইকোর্টে।

আর রায়ের অপেক্ষায় তাকিয়ে পুরো বলিউড। পাহলাজ নিহালানির নেতৃত্বাধীন ভারতীয় সেন্সরবোর্ড ছবিটির নির্মাতা অনুরাগ কাশ্যপকে একটি-দুটি নয়, ৮৯টি দৃশ্য ছেঁটে ফেলতে বলেছে!

‘উড়তা পঞ্জাব’ থেকে উড়ে যাচ্ছে পঞ্জাব, ছবির নাম এখন শুধুই ‘উড়তা’! ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কশ্যপ সরাসরি সেন্সরবোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনির দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন।